প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ২২:৩০
হাজীগঞ্জে ২৪ হাজার শিক্ষার্থী পাচ্ছে কোভিড টিকা
হাজীগঞ্জ ২৪ হাজার শিক্ষার্থী পেতে শুরু করেছে কোভিট ১৯ প্রতিরোধী টিকা। জানুয়ারী থেকে সকল শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হবে।
এখন ১২ থেকে ১৭ বছর বয়সি স্কুল ও মাদ্রাসাগামী সকল শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। সোমবার সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
উদ্বোধনী দিনে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৮০ শিক্ষার্থীকে (ছাত্র ও ছাত্রী) ফাইজারের টিকা দেওয়া হয়েছে। বিষয়টি চাঁদপুর কন্ঠকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ‘ফাইজার’ এর টিকা খুব টেম্পারেচার সেনসিটিভ। এই ভ্যাক্সিনটি যে কেন্দ্রে এবং যে বুথে দিতে হয়, সেগুলো শীততাপ নিয়ন্ত্রিত হতেই হয়। তাই হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের একটি কক্ষকে সে উপযোগী বুথ হিসেবে তৈরি এবং প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা হয়েছে।
টিকা কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সার্বিক তত্ত¡াবধানে প্রতিদিন ৮ জন প্রশিক্ষিত টিকাদানকারী, শিক্ষার্থীদের টিকা কার্যক্রম সম্পন্ন এবং শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে একজন চিকিৎসকের নেতৃত্বে মেডিকেল টিম দায়িত্ব পালন করছেন। অর্থ্যাৎ কোন শিক্ষার্থী অসুস্থতাবোধ করলে তাকে তাৎখনিক চিকিৎসাসেবা প্রদান করবেন ওই মেডিকেল টিম।
শিক্ষাথর্থীদের টিকা প্রদান কার্যক্রমের সাবর্বিক তত্ববধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদসহ অন্যান্য সরকারি কর্মকর্তগণ।